বোয়ালখালী অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হবেঃ মোছলেম উদ্দিন 

0

সিটি নিউজঃ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম ৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষনা দিয়েছেন, পরিকল্পিত উন্নয়নে দেশের প্রতিটি মফস্বল এলাকার গ্রামকে শহরে পরিণত করা হবে। শহরের সুবিধা গ্রামে নিশ্চিত করা হবে।

সেই আলোকে বোয়ালখালী উপজেলার প্রতিটি ইউনিয়নে উন্নয়নে গ্রামে শহরের সুবিধার আওতায় আনতে কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন প্রকল্প-৩ এর আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৭৮ লক্ষ টাকা বরাদ্দে এই সড়কটির উন্নয়ন করা হচ্ছে। এলাকার উন্নয়ন করে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখব ।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী বোয়ালখালী অঞ্চলে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। উন্নয়নের ক্ষেত্রে এই উপজেলাকে অগ্রাধিকার দেয়া হবে। আগামীতে বোয়ালখালীর প্রতিটি জনপদ হবে দৃশ্যমান উন্নয়নের নগরী, সুফল পাবেন জনগন। সরকার প্রধানের সার্বিক সহযোগিতায় পরিকল্পিত উন্নয়নে বোয়ালখালী উপজেলাকে মডেল টাউনে পরিণত করতে চাই। সেইজন্য সকলস্তরের জনসাধারণের সহযোগিতা চাই।

গক সোমবার বিকেলে বোয়ালখালীর সারোয়াতলীতে মুনারমার মসজিদ সড়কের উন্নয়ন কাজের উদ্বোধনকালে একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এমম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন মিয়া, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, উপজেলা ইঞ্জিনিয়ার মো: বিল্লাল হোসেন, সারোয়াতলী ইউপি চেয়ারম্যান মো: বেলাল হোসেন, কধুরখীল ইউনিয়ন আওয়ামী লীগ আহবায়ক দিদারুল আলম, বোয়ালখালী পৌরসভা আওয়ামী লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, কাজী খোরশেদ মিল্টন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.