রাঙামাটি উপজেলা চেয়ারম্যানসহ ১৪ আসামীর রিমান্ড না মঞ্জুর

0

সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগ নেতা রাসেল মারমাকে হত্যাচেষ্টা ও জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি ঝর্ণা খীসা মারাত্মকভাবে কুপিয়ে জখম করায় ঘটনায় পৃথক দুইটি মামলায় বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান শুভমঙ্গল চাকমাসহ আটক ১৪ জনের রিমান্ড না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।
রোববার দুপুরে জেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ মোহসেন এ নির্দেশ প্রদান করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইসরাফিল আলম মজুমদার বলেন, কোতয়ালী থানায় দায়ের করা মামলায় ৭ দিনের ও বিলাইছড়ি থানায় দায়ের করা মামলায় দুইজনের ৪দিন ও বাকী পাঁচজনের ৫দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত আসামীদের রিমান্ড মঞ্জুর না করে ১২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রাসেল মারমাকে হত্যা চেষ্টা ও বুধবার দিবাগত রাতে রাঙামাটি শহরেই জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ঝর্ণা খীসাকে নিজ বাসায় কুপিয়ে মারাত্মকভাবে জখম করা হয়। এঘটনায় পৃথক দুইটি মামলায় ১৪ আসামীকে প্রেপ্তার করেছে পুলিশ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.