অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা বেশি

0

অর্থ ও বাণিজ্য, সিটি নিউজ :: বাংলাদেশ ইনভেষ্টমেন্ট ডেভোলাপমেন্ট অথরেটির ( বিআইডিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশ এখন দ্রুত অগ্রসরমান দেশ। আমরা সাষ্টেনেবল ডেভলাপমেন্ট গোল অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। তাই অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে লাভজনক ব্যবসার সম্ভাবনা বেশি।

আজ বুধবার (২ মে) হোটেল সোনারগাঁও’এ বাংলাদেশ-থাইলেন্ড ইনভেষ্টমেন্ট মিটিং’এ বিআইডিএ এর চেয়ারম্যান এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য বিভিন্ন খাত খোলা রয়েছে । যেমন, আই টি , গার্মেন্টস , অবকাঠামো , পাওয়ার ডিজাইন ইত্যাদি। তাই খুব তারাতারি বাংলাদেশ এবং থাইলেন্ডর মধ্যে একটা সময় উপযোগী সর্ম্পক হতে যাচ্ছে।

দ্যা অফিস অব দ্যা প্রাইম মিনিষ্টার মি. কোবসাক পোতরাকোল বলেন, আমরা একে অপরের সাথে সর্ম্পক আরও উন্নত করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে দুই দেশের বাণিজ্যিক সর্ম্পক দেশকে পরিবর্তন করবে। এ সর্ম্পক ইন্ডিয়া, চায়নার চেয়েও বেশি অগ্রগতিশীল হবে।

বর্তমানে বাংলাদেশী পণ্যের প্রশংসা সারা বিশ্বে। এমন কি আমার পরিবারের লোকও বাংলাদেশী পণ্য পছন্দ করে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.