কর্ণফুলী ইউপি চেয়ারম্যান মো: জাহাঙ্গীর বরখাস্ত

0

নিজস্ব প্রতিনিধি,কর্ণফুলী : কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। জাহাঙ্গীর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড.সৈয়দা নওশীন পর্ণিনীর জারি করা আদেশ দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌঁছেছে।বিজয় দিবসের মঞ্চে হামলার অভিযোগে মামলা দায়েরের পর তাকে বরখাস্ত করা হয়েছে ।

জেলা প্রশাসকের স্টাফ অফিসার রমিজ উদ্দিন বলেন, ইউপি চেয়ারম্যান ‍জাহাঙ্গীর আলমের বরখাস্তের আদেশ পেয়ে এটা কার্যকর করা হয়েছে।

স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪ (১) মোতাবেক তার পদ থেকে সাময়িক বরখাস্তের কথা বলা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর উপজেলা পরিষদের উদ্যোগে স্থানীয় এজে চৌধুরী ডিগ্রী কলেজ মাঠে কুচকাওয়াজ, আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জি এলাকার সকল জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক সংগঠনকে চিঠি দিয়ে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

একইভাবে শিকলবাহা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও অনুষ্ঠানের আপ্যায়ন উপ-কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমকেও তিনি চিঠি দেন বলে জানা গেছে।

কিন্তু অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি দাবি করে অনুষ্ঠানের দিন অনুসারীদের নিয়ে মিছিল সহকারে বিজয় দিবসের মঞ্চে ওঠে হাতাহাতি শুরু করেন জাহাঙ্গীর আলম। এসময় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা ও এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.