চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামে মোজাম্মেল হক সভাপতি ও শাহীন মহাসচিব নির্বাচিত

0

সিটি নিউজ ডেস্কঃ আজকের সূর্যোদয়- এর প্রধান সম্পাদক খোন্দকার মোজাম্মেল হক চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরাম ঢাকা- চবিসাফ এর সভাপতি এবং বিজয় টিভির শাহীন উল ইসলাম চৌধুরী মহাসচিব পুন:নির্বাচিত হয়েছেন।

বৃহষ্পতিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভার দ্বিতীয় অধিবেশনে দৈনিক ইত্তেফাকের প্রাক্তন সাংবাদিক মীর মোস্তাফিজ আহমেদের নেতৃত্বে সংগঠনের সংশ্লিষ্ট নির্বাচন কমিশন এই ঘোষণা দেন।

২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অন্য কর্মকর্তারা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মোস্তফা কামাল (ইউএনবি), সহ-সভাপতি আবুল খায়ের (ইত্তেফাক), সহ-সভাপতি সাঈদুল হোসেন সাহেদ (খোলাবাজার), যুগ্ম মহাসচিব আইয়ুব ভুইয়া (বাসস), যুগ্ম মহাসচিব মো. মফিজুর রহমান খান বাবু (বাংলাদেশের আলো), যুগ্ম মহাসচিব দিদারুল আলম (বাসস), অর্থ সম্পাদক কমল চৌধুরী (নওরোজ)।

নির্বাচিত কার্যনির্বাহী সদস্য ১২ জন হলেন- তরুণ তপন চক্রবর্তী (প্রাক্তন সাংবাদিক-অবজারভার), সৈয়দ আবদাল আহমেদ (আমার দেশ), ফিরোজ আলম মিলন (আমাদের অর্থনীতি), সন্তোষ শর্মা (আমাদের সময়), শাহেদ চৌধুরী (সমকাল), খুরশিদ আলম, শাহাদত হোসেন নিজাম (বিটিভি), আবু তাহের, মোমেনা আকতার পপি (বাংলাদেশের খবর), জাগরণ চাকমা (ডেইলী স্টার), ইউসুফ বাবলু (আজকের সূর্যোদয়) ও পদাধিকার বলে সদস্য মাহবুবুর রহমান খোকন।

এর আগে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এম.পি, বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপ-মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এম.পি ও দা ডেইলী অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।

সভায় বিশিষ্ট সাংবাদিক ও চট্টগ্রাম বিভাগের আলোকিত ৪জন সাংবাদিক পরিবারকে মরনোত্তর সম্মাননা স্মারক প্রদান করা হয়।

তারা হলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম মুসা, বিএফইউজের সাবেক সভাপতি হাবিবুর রহমান মিলন, পিআইবির সাবেক মহপরিচালক শাহ্ আলমগীর, ও চবিসাফের প্রতিষ্ঠাতা আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.