দূর্গা পূজার আজ মহা নবমী

0

সিটিনিউজবিডি : হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পাঁচ দিনব্যাপী দুর্গাপূজার আজ চতুর্থ দিন। আজ সোমবার জেলার সর্বত্র উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। নগরীর মন্ডপগুলোর পরিবেশ বৃষ্টিপাতে যতটা না ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি হয়েছে উপজেলা পর্যায়ের বিভিন্ন পূজা মন্ডপ প্রাঙ্গনে। তবে সন্ধ্যার পর থেকে মন্ডপে মন্ডপে দর্শনার্থীদের ভীড় বাড়তে থাকে।

শাস্ত্রমতে অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয়। এ পূজা মহিষাসুর নিধনের সময় দেবী দূর্গা প্রচন্ড ক্রোধে কৃষ্ণবর্ণ ধারন করেছিলেন। তাই পূজার এই আচারের সময় দেবী চামুন্ডা রূপে পূজা করা হয়। অর্থাৎ যিনি চন্ড মুন্ডের বিনাশিনী। পূজার এ মুহুর্তটি আরও একটি কারনে স্মরনীয় কারন দেবী দূর্গার আশির্বাদ নিয়ে শ্রী রাম এই মুহুর্তটিতেই রাবনকে বধ করেছিলেন।

সরকারি সূত্র জানায়, এই বছর পূজা উদযাপনে জেলার ৭শ’ ২৬টি পূজা মণ্ডপ স্থাপন করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় একশ’ ৫৮ পূজা মণ্ডপ, মধুখালিতে একশ’ ৩৭, বোয়ালমারিতে একশ’ ৩০, আলফাডাঙ্গায় ৪৭, চরভদ্রাসনে ১৯, সদরপুরে ৩৭, ভাংগায় ৮৫, নগরকান্দায় ৬৬ ও সালথা উপজেলায় ৪৭ পুজামন্ডপের আয়োজন করা হয়েছে বলে সূত্র জানায়। -বাসস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.