হযরত শাহজালাল (র.) মাজারে ৬৯৮তম ওরশ শুরু আজ

0

ধর্ম ও জীবন,সিটিনিউজ :: আজ শনিবার(১২ আগস্ট) থেকে হযরত শাহজালাল (র.) মাজারে ৬৯৮তম পবিত্র ওরশ শুরু হচ্ছে।

আগামীকাল রবিবার(১৩ আগস্ট) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাজারে ওরশের সমাপ্তি ঘটবে।

ওরশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ওরশ সম্পন্ন করতে এবং আগত মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কিছু নির্দেশনা দিয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে – পবিত্র ওরশে আগত ধর্মপ্রাণ মুসল্লীকে ব্যাগ, পোটলা, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহন না করা। 

এসএমপি কমিশনার জানান, ওরশ চলাকালে নগরীর কিছু সড়কে যানচলাচল নিয়ন্ত্রিত থাকবে। 

মাজারের সরেকওম (মোতাওয়ালি) ফতেহ উল্লা আল আমান জানান,

ওরশের নিরাপত্তার জন্য মাজার কমিটি ও পুলিশের পক্ষ থেকে বেশ কিছু সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.