আনোয়ারায় বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত

0

জাহেদুল হক,আনোয়ারা :: নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার আনোয়ারায় স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত,কালো পতাকা উত্তোলন,শোক র‌্যালি,

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ,কালো ব্যাজ ধারন,আলোচনা সভা,চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা,কাঙ্গালী ভোজ,কোরআনখানি,মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্ব স্ব উদ্যোগে নানা কর্মসূচি পালন করেছে।

আনোয়ারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা গৌতম বাড়ৈর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম,আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আবদুল মোমিন ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম।

এ সময় উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য এম এ মালেক,কলিম উদ্দিন,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী আনিছ ও উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ছগির আহমদ আজাদ উপস্থিত ছিলেন।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ।

এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী,এডহক কমিটির সদস্য নজরুল ইসলাম,এম এ মালেক,কলিম উদ্দিন,বদরুল ইসলাম,উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুরুল আবছার তালুকদার,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার,সহ-সভাপতি আশিষ নাথ,উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী আনিছ।

বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ১১নং জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগ। বিকালে জে কে এস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল জলিল আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান,কলিম উদ্দিন,ছৈয়দুল মোস্তফা,প্রাক্তন ছাত্রলীগ পরিষদ নেতা মুজিবুর রহমান।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক জাহেদুল হক,উপজেলা যুবলীগের সহ-সভাপতি শফিউল আজম,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী আনিছ,সদস্য শেখ মোহাম্মদ তালুকদার,আওয়ামীলীগ নেতা আবু তৈয়ব,নুরুল আমিন,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জসিম উদ্দিন,যুবনেতা মোহাম্মদ ফোরকান,ছাত্রনেতা সালাহ উদ্দিন,আবদুল হালিম প্রমুখ।

এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে জে কে এস উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম কলেজ প্রাক্তন ছাত্রলীগ পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান,জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল জলিল আজাদ,সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ মোহাম্মদ তালুকদার,বিদ্যালয়ের হেড মাওলানা আবু ছাদেক ছিদ্দিকী,সহকারি শিক্ষক সমীর কান্তি নাথ,খোকন চন্দ্র নাথ,নাসির উদ্দিন,বদরুল হক ও মোহাম্মদ ইব্রাহিম প্রমুখ।

পরে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া (রহ.) উচ্চ বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওসমান গনীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ নাসির,স্বপন চক্রবর্তী,নেওয়াজ শরীফ।

বিদ্যালয়ের সহকারি শিক্ষক লিপি রাণী দাশের সঞ্চালনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অক্ষয় চৌধুরী রাসেল,মেজবাউল আলম ও ইফতেখারুন্নেছা।

এর আগে বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এছাড়া আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয়,বটতলী এস এম আউলিয়া উচ্চ বিদ্যালয়,বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়,উত্তর জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়,বারশত ইউনিয়ন পরিষদ,বরুমচড়া ইউনিয়ন পরিষদ,ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক র‌্যালি ও আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.