ঈদের দিন পৃথক পৃথক দুর্ঘটনায় নিহত-৭

0

সিটিনিউজ ডেস্ক :: আজ ঈদের দিন (২ সেপ্টেম্বর) সকাল থেকে পৃথক দুর্ঘটনায় কুমিল্লা, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরে ৭জন নিহত হয়েছেন।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নগরবাড়ি-বগুড়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় দুই গরু ব্যবসায়ীসহ ৩ জন নিহত হন।

নিহতরা হলেন, গরু ব্যবসায়ী মো. সিদ্দিক হোসেন (৪৫), গরু ব্যবসায়ী ইব্রাহীম খলিল (৫০) এবং অটোরিকশাচালক মো. জামাল হোসেন (৪২)।

আজ সকালে উপজেলার তালগাছি করতোয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সিদ্দিক হোসেনের বাড়ি শাহজাদপুর উপজেলার বাতিয়ারপাড়া গ্রামে, ইব্রাহীম খলিলের বাড়ি উল্লাপাড়া উপজেলার ডুবডাঙ্গা গ্রামে। তবে জামাল হোসেনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হুদা জানান, সিদ্দিক ও ইব্রাহীম চট্টগ্রামে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন।

 প্রথমে বাসে করে এসে তালগাছি বাসস্ট্যান্ডে নামেন। পরে একটি অটোরিকশায় করে তারা বাড়ি ফিরছিলেন।

অটোরিকশাটি মহাসড়কের তালগাছি করতোয়া কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা একটি গাড়ি সামনে থেকে অটোরিকশাটিকে চাপা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গরু ব্যবসায়ী ইব্রাহীম নিহত হন।

এর পর শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান চালক জামাল ও গরু ব্যবসায়ী সিদ্দিক।

একই দিন বেলা ১১টায় লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দরী বাজার এলাকায় সিএনজি চালিত একটি অটোরিকশাকে একটি যাত্রাবাহী বাস চাপা দিলে ৪ জন নিহত হয়। এতে আহত হন আরও ২ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলা ১১টার দিকে সদর উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিজানুর রহমান, ডা. ইউছুফ, ইকবাল শাকিব ও অটোচালক মমিন উল্লাহ।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.