• Tuesday, August 21, 2018
logo
add image

আ.লীগ কার্যালয়ে হামলার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ সমাবেশ

আ.লীগ কার্যালয়ে হামলার প্রতিবাদে রামগড়ে বিক্ষোভ সমাবেশ


শ্যামল রুদ্র, রামগড় :: বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রীর কার্যালয়ে হামলার প্রতিবাদে রামগড় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সোমবার সন্ধ্যায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি রামগড় পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাসষ্ট্যান্ড সংলগ্ন আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়।

বক্তারা সভানেত্রীর কার্যালয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও রামগড় এক নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক কাজী নুরুর আলম আলমগীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের, পৌর আওয়ামীলীগের সভাপতি রফিকুল আলম কামাল ও সাধারন সম্পাদক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ও পৌর কাউন্সিলর শামীম মাহমুদ, পাতাছড়া ইউনিয়ন আওয়ামীগ সভাপতি দুলাল মেম্বার ও সাধারন সম্পাদক নুরুল আমীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাউছার হাবিব শোভন, স্বোচ্ছাসেবক লীগ সভাপতি মো. নজরুল, যুবলীগ নেতা লিটন দাশ ও ক্যাপ্টেন ফারক প্রমুখ।