• Tuesday, August 21, 2018
logo
add image

এরশাদ রংপুর ছেড়ে গুলশানে

এরশাদ রংপুর ছেড়ে গুলশানে


সিটি নিউজ ডেস্কঃঃ  জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ তরি নিজ এলাকা রংপুর ছেড়ে গুলশানে আসার ঘোষনা দিয়েছেন। তিনি বলেছেন, আগমী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এরশাদ  তিনি বলেন, আমি এখানে এমপি (সংসদ সদস্য) ছিলাম। ২০০৮ সালের ৯ম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছিলাম। গত সোমবার দুপুরে রাজধানীর ভাষানটেক মোড়ে পথসভায় এরশাদ এসব কথা বলেন।

এরশাদ বলেছেন, আমার সময়ে খুন-গুম ছিল না,অস্ত্রের ঝনঝনানি ছিল না, মানুষ শান্তিতে ছিল, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই। আমি বড়লোকের রাজনীতি করি না, গরিবের রাজনীতি করি। আপনাদের ভাগ্য পরিবর্তন করতে চাই। আগামীতে আবার নির্বাচন করতে চাই। আপনারা কি আমাকে ভোট দেবেন?

এরশাদ বলেন, চিরকাল কেউ ক্ষমতায় থাকে না, আমিও ছিলাম না। আওয়ামী লীগও থাকবে না। আপনার আমাকে ভোট দিলে, আবার শান্তি ফিরিয়ে আনতে চাই।

এ পথসভার মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। এ সময় দলটির অন্যান্য  বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সাহিদুর রহমান টেপা, স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, আজম খান,

এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, এরশাদের উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, যুব সংহতির সভাপতি আলমগীর সিকদার লোটন, যুগ্ম মহাসচিব মোস্তাকুর রহমান মোস্তাক, আমির হোসেন ভূইয়া এমপি, শ্রমিক পার্টির সভাপতি একেএম আসরাফুজ্জামান খান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।