• Tuesday, August 21, 2018
logo
add image

এসডিজি অর্জনের লক্ষ্যে প্রজন্মকে গড়ে তুলতে হবে- মেয়র

এসডিজি অর্জনের লক্ষ্যে প্রজন্মকে গড়ে তুলতে হবে- মেয়র


সিটি নিউজ ডেস্ক :: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি)’র লক্ষ্য অর্জনের মূল চালিকা শক্তি হচ্ছে তরুন প্রজন্ম। এই প্রজন্মকে শিক্ষা-দীক্ষায়,জ্ঞানে-বিজ্ঞানে আন্তর্জাতিক মান সম্পন্ন জ্ঞানের অধিকারী হিসেবে গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বর্তমান সরকার শিক্ষার মান,পরিবেশ উন্নয়নে নানামুখী উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান সমূহেও নানামুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি শিক্ষকদেরকে স্ব স্ব প্রতিষ্ঠানে  শিক্ষার পরিবেশ ও শিক্ষার মান উন্নতকরণে আন্তরিক দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন। আজ দুপুরে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভায় সভাপতির বক্তব্যে সিটি মেয়র একথা বলেন।

তিনি আরো বলেন,নগরবাসী শিক্ষা অধিকার নিশ্চিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিজস্ব দায়িত্বের বাইরে গিয়ে শিক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদান করে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন শিক্ষা সেবায় অনন্য অবদান রেখে চলেছে। নগরের প্রায় ৬০ হাজার শিক্ষার্থী কর্পোরেশন পরিচালিত ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করছে। এই সেবা খাত পরিচালনা করতে গিয়ে কর্পোরেশনকে প্রায় ৪৩ কোটি টাকা ভর্তুকি গুণতে হয়।

সভায় দেওয়ান হাট সিটি কর্পোরেশন কলেজ,কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজ, হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়,শেরশাহ কলোনি ডা. মজহারুল হক শাহ উচ্চ বিদ্যালয়,পাঠানটুলী খান সাহেব সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদবর্গ উপস্থিত ছিলেন। সভায় প্রতিষ্ঠান প্রধানগন স্ব-স্ব প্রতিষ্ঠানের কার্যবিবরনী উপস্থাপনক করেন । এই সভায় পুবর্বতী সভার কার্য বিবরণী পঠন ও অনুমোদন, কলেজ ভবন সম্প্রসারন, শিক্ষক স্বল্পতা, ২০১৮-২০১৯ সনের বাজেট অনুমোদন, বিগত ২০১৭-২০১৮ অর্থ বছরের আয়-ব্যয় অনুমোদন, ২০১৮-২০১৯ সনের শিক্ষা বর্ষে ভর্তি,গভর্নিং বডি পুনঃর্গঠনসহ নানামুখী বিষয়ে আলোচনা হয়েছে।

এ সভায় কাউন্সিলর মাজহারুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ জাবেদ, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ফারহানা জাবেদ চসিক সচিব মোহাম্মদ আবুল হোসেন পাঠানটুলী খান সাহেব সি/ক উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল হোসেন, দেওয়ান হাট সিটি কর্পোরেশন কলেজের অধ্যক্ষ ঝিনু আরা বেগম, সদস্য সৈয়দ মাহমুদুল হক, কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আবুল কাশেম, অভিভাবক প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরী, প্রিয়তোষ সরকার, কহিনুর আকতার, শিক্ষক প্রতিনিধি মমতারানী সাহা, লিটন কান্তি দেব, হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  সুমেদ তাপস বড়ৃয়া ,শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ মকসুদ আলী, তপন কান্তি দেব নাথ, নার্গিস আক্তার, অভিভাবক প্রতিনিধি শাহেদা ইকবাল, ফতেয়াবাদ সিটি কর্পোরেশন গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন মজুমদার, শিক্ষক প্রতিনিধি সৈয়দ মুঃ মফজল আলম, মনজুর আকতার খানম, অভিভাবক প্রতিনিদি ইশরাত সাহেরা, এস এম ইউসুফ খান, তৌফিক আহম্মদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।