• Friday, March 23, 2018
logo
add image

কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা

কবি কাজী নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানমালা


সিটিনিউজবিডি ডেস্ক : ডিসি হিলে নজরুল জয়ন্তী : সম্মিলিত নজরুল জয়ন্তী উদ্‌যাপন পরিষদ প্রতি বছরের মত এবারও চট্টগ্রাম ডি. সি. হিলের নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে। কর্মসূচিতে রয়েছে সংগঠন ভিত্তিক দলীয় সংঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশনা। বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিতব্য নজরুল জয়ন্তীর শুরুতে সূচনা বক্তব্যের পরপরই মঞ্চে সংগীত পরিবেশন করবে ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, কুসুম ললিতকলা একাডেমি। নৃত্য পরিবেশন করবে স্কুল অব ওরিয়েন্টার ডান্স, সঞ্চারী নৃত্যকলা একাডেমি, চারুতা নৃত্য একাডেমি ও নৃত্যাঞ্চল। আবৃত্তি পরিবেশন করবে নরেন আবৃত্তি একাডেমি।

নজরুল জন্ম-বার্ষিকীর অনুষ্ঠানমালার সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে সম্মিলিত পহেলা বৈশাখ উদ্‌যাপন পরিষদ। এ উপলক্ষে গতকাল নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের সভাপতিত্বে পরিষদের সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অলক ঘোষ, বিক্রম চৌধুরী, সূচরিত দাশ খোকন, এ. কে. এম. ইসমাইল, মোহাম্মদ আলী টিটু, রমিজ আহমেদ, আবদুল হাদী, এম.শাহীন চৌধুরী, শান্তনু দাশ, রিপন বড়ুয়া ও অলিউর রহমান।

শিশু একাডেমি : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭ তম ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮ তম জন্মজয়ন্তী পালন উপলক্ষে আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় নগরীর জেলা শিশু একাডেমি মিলনায়তনে রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উৎসব চট্টগ্রামের উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান উদ্বোধন করবেন সমাজ বিজ্ঞানী ড. অনুপম সেন। বিকাল ৫টায় আলোচনা সভা ও গুণী শিল্পী স্মারক সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

ক্বণন’র ‘আজ কেবলি নজরুল’ শীর্ষক অনুষ্ঠান : ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আগামীকাল ২৬ মে বিকাল ৫ টায় চেরাগী পাহাড় এম ওয়াই স্কুলে ‘আজ কেবলি নজরুল’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন কেেরছে। নজরুল জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আবৃত্তি আর কথামালা নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান।

দক্ষিণ ভূষি শেখ রাসেল স্মৃতি পাঠাগার : পটিয়ার দক্ষিণ ভূর্ষি শেখ রাসেল স্মৃতি পাঠাগারের উদ্যোগে আগামীকাল ২৬ মে বিকেল ৪টায় রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, প্রধান আলোচক থাকবেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।