চকরিয়ায় অগ্নিগদ্ধ হয়ে দোকানদার নিহত

0

সিটি নিউজ, চকরিয়াঃঃ  কক্সবাজারের চকরিয়ায় দোকনের ভেতর ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ শহিদুল ইসলাম রায়হান (২০) নামে এক দোকান মালিক মারা গেছে। এসময় আগুনে পুড়ে গেছে বিভিন্ন মালামাল সহ দুটি ব্যবসা প্রতিষ্ঠান। এতে দুই ব্যবসা প্রতিষ্ঠানের ৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে।

সোমবার (৫নভেম্বর) ভোর রাত ৩ টার দিকে চকরিয়া পৌর এলাকার দিঘীরপাড় কোচপাড়াস্থ এলায় এ ঘটনা ঘটে। নিহত রায়হান চকরিয়া মাতামহুরী ব্রীজের পূর্ব পাশে দিঘীরপাড়ের বাসিন্দা মৌওলানা ইউনুচ আহমেদের ছেলে বলে জানাগেছে।

স্থানীয়রা জানায় ঐদিন রাতে দোকান বন্ধ করে ভেতরে ঘুমাচ্ছিল রায়হান। এদিকে কারো অজান্তে দোকানে আগুন লেগে পুরো দোকানসহ ঘুমন্ত রায়হানও পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস এসে আগুন নিভাতে সক্ষম হয়। কিন্তু রায়হানকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়নি।

স্থানীয়দের পাশাপাশি খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে, পরে পুলিশও পৌছে। অগ্নিকান্ডে দোকানটি সম্পূর্ণ ভষ্মিভূত হয়ে যায়। আগুন নেভানোর পর রায়হানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী।

চকরিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা জিএম মহিউদ্দিন জানান, দিঘীর পাড়ে একসঙ্গে দু’টি মুদির দোকান ছিল। প্রতিদিনের মতো রাতে দোকানের ভেতরে তালাবদ্ধ করে ঘুমিয়ে পড়েন দুই ব্যবসায়ী। এর মধ্যে রায়হানের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

এ সময় আগুনের লেলিহান শিখা চারিপাশে ছড়িয়ে দোকানে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী রায়হান। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতার কারণে পাশের দোকানি শামীম ওসমান প্রাণে বেঁচে যান। অগ্নিকান্ডে দু’ ব্যবসা প্রতিষ্ঠানের প্রায় পাঁচ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.