ছাত্রলীগ নেতা জসিমের মৃত্যুবার্ষিকী : আসামিরা ঘুরছে প্রকাশ্যে

0

বাঁশখালী প্রতিনিধি : বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে নিহত শহীদ জসিম উদ্দিনের ১৬ তম মৃত্যু বার্ষিকী আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মৃত্যুর ১৬ বছর পেরিয়ে গেলেও এই হত্যাকান্ডের বিচার হয়নি।

হত্যার পর স্বরাষ্ট্র মন্ত্রী ও প্রধানমন্ত্রীর দফতরসহ প্রশাসনের বিভিন্ন দফতরে নিহতের বড় ভাই আজিজ আহমদ চৌধুরী আবেদন নিবেদন করেও কোন সুবিচার পাননি বলে অভিযোগ করেছেন তিনি। আগামীকাল নিহত শহীদ জসিমের ১৬ তম বার্ষিকী পালনের পরিবারের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হয়েছে । চাঞল্যকর এই মামলার বাদি তৎকালীন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী বর্তমানে জাতীয় সংসদ সদস্য।

ওই মামলার আসামিরা বর্তমানে প্রকাশ্যে এলাকায় বিচরণ করার পাশাপাশি মামলা তুলে নিতে নিহতের পরিবারের অভিযোগ ।

উল্লেখ্য, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের শেষ জনসভায় যোগ দিতে ২৮ সেপ্টেম্বর মিছিল নিয়ে জলদী স্কুল মাঠে আসার পথে বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা নির্বিচারে মিছিলের ওপর গুলি ছুড়ে।

সন্ত্রাসীদের গুলিতে ঘটনাস্থলেই ছাত্রলীগ নেতা জসিম নিহত হন। বাহারছড়া ইউনিয়নের রত্মপুর এলাকার বাসিন্দা জসিম উদ্দিনের বৃদ্দ মা এখনো ছেলের বিচারের আশায় পথ চেয়ে আছে মৃত্যুর আগে হলেও ছেলে হত্যারবিচার পাবে এই প্রত্যাশায় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.