জামাল খানে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত

0

সিটি নিউজ বিডিঃ চট্টগ্রাম মহানগরীতে দুবৃত্তদের ছুরিকাঘাতে কলেজিয়েট স্কুলের এক ছাত্র খুন হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারী) দুপুরে নগরীর ব্যস্ততম এলাকা জামালখান এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। নিহত আদনান ইসফাত (১৫) সরকারি কলেজিয়েট হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র। সে এলজিইডি খাগড়াছড়ির প্রকৌশলী আদনান আখতারুল আজমের ছেলে।

ইসফাত জামালখান এলাকায় চট্টগ্রাম প্রেস ক্লাবের পেছনে আম্বিয়া ভবন নামে একটি বাসায় থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুপুরে জামলখান আইডিয়াল স্কুলের সামনে ইসফাতকে ছুরিকাঘাত করা হয়। এসময় সে দৌঁড়ে জামালখান মোড়ের দিকে এসে রাস্তায় পড়ে গেলে আইডিয়াল স্কুলের এক শিক্ষক দুই ছাত্রের সহায়তায় তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক ইসফাতকে মৃত ঘোষণা করেন।

নিহত ইসফাতের মামা মো. সাইফুদ্দীন জানান, বাসায় মা ও বোনের সাথে থাকত ইসফা। দুপুরে নীচে নামার কথা বলে সে বাসা থেকে বের হয়। আইডিয়াল স্কুলের কয়েকজন ছাত্র বিকালে হাসপাতালে সাংবাদিকদের জানায়, বেলা আড়াইটার দিকে তারা স্কুলের উল্টো দিকে চার পাঁচজন যুবককে পিস্তল ও ছুরি হাতে দেখেছে। তাদের দাবি, ওই যুবকরাই ইসফাতকে ধাওয়া করে ছুরিকাঘাত করে।

হামলাকারী যুবকরা চেরাগী পাহাড়ের দিকে হেঁটে চলে যাওয়ার সময় কিছু লোক জড়ো হলেও তাদের ধরতে কেউ এগিয়ে আসেনি বলে অভিযোগ ছাত্রদের। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল হক ভূঁইয়া বলেন, ইসফাতকে হাসপাতালে নিয়ে আসা দুই স্কুল ছাত্র জানিয়েছে, তিনজন যুবক তাকে ছুরিকাঘাত করেছে। আঘাতকারীদের একজন লম্বা এবং দুইজন ছোট খাট গড়নের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.