পরীক্ষার কারণে বন্ধ সোশাল মিডিয়া

তথ্য ও প্রযুক্তি : বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অনলাইনে ফাঁস হয়ে যাওয়ার পর ইথিওপিয়ায় সোশাল মিডিয়ার বিভিন্ন সাইট বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার বলছে, পরীক্ষার সময় শিক্ষার্থীদের মনোযোগ যাতে লেখাপড়া থেকে অন্য কোনও দিকে সরে না যায় সেজন্যেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যেসব সাইট বন্ধ করা হয়েছে তার মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টগ্রাম এবং ভাইবার। শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এসব সাইট বন্ধ থাকবে। আগামী বুধবার পর্যন্ত এসব সাইট বন্ধ থাকে। সোশাল মিডিয়ার কারণে পড়ালেখায় ছাত্রদের মনোযোগ যে বিঘ্নিত হয় এটা প্রমাণিত।

বিবিসি জানিয়েছে, ইথিওপিয়ায় প্রায়শই ইন্টারনেটের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়। বন্ধ করে দেওয়া হয় বিরোধী নেতাদের ব্লগ এবং মানবাধিকার বিষয়ক ওয়েবসাইট। এর আগেও সে দেশে সোস্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিলো। কিন্তু সেটা করা হয়েছিল মাত্র কয়েক ঘণ্টার জন্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.