• Thursday, January 18, 2018
logo
add image

পাহাড় ছাড়ছে না মানুষ

পাহাড় ছাড়ছে না মানুষ

পাহাড় ছাড়ছে না মানুষ

জাহাঙ্গীর উদ্দিন মাহমুদ,সিটিনিউজ : পাহাড় কেটে বসতি নির্মানের ফলে ঘটছে মানবিক বিপর্যয়। বাড়ছে মৃত্যুর মিছিল। ৯০ দশক থেকে ঘটছে মর্মান্তিক পাহাড় ধ্বস। ২০০৭ সালের ১১ জুন ৪৬৬ মি.মি বৃষ্টিতে নগরীতে ১১টি স্থানে পাহাড় ও দেয়াল ধসে ১৩২ জনের প্রাণহানি ঘটে। এর পর প্রতিবছর বর্ষা মৌসুমে ঘটছে মৃত্যুর ঘটনা। অতি সম্প্রতি ঘটেছে পাহাড় ধ্বস। ১৮৮০ সালে আসাম বেঙ্গল রেলওয়ের সদরদপ্তর করার পর পাহাড়ের মধ্যে বাড়িঘর ও অফিস করা শুরু হয়।

এরপর গণপুর্ত অধিদপ্তর, চট্টগ্রাম ওয়াসা, সিএমপি, চট্টগ্রাম সেনানিবাস, জেলা প্রশাসন, ও বিশ্ববিদ্যালয়ের পাহাড়ে বসতি নির্মানের কারনে এখন পাহাড় ছাড়ছে না মানুষ। নগরীর টাইগারপাস মর্তিঝনা কলোনী, পাহাড়তলী, জঙ্গল সলিমপুরে পাহাড়ে গড়ে উঠেছে ঘনবসতি। ফের পাহাড়ধসের আশঙ্কা করা হলেও পাহাড় ছাড়ছে না তারা।

উত্তর দিন