• Wednesday, September 19, 2018
logo
add image

জনমত জরীপে ফরিদ মাহমুদ  এগিয়ে

জনমত জরীপে ফরিদ মাহমুদ  এগিয়ে


জুবায়ের সিদ্দিকীঃ সরকারের সফলতার চিত্র লিফলেট আকারে প্রকাশ করে কখনো মসজিদের দুয়ারে, কখনো বাজারে, কখনো কোন ওয়ার্ডে মানুষের ঘরে ঘরে গিয়ে বিতরণ করছেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক ফরিদ মাহমুদ। দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি এই কাজটি পৌষের প্রচন্ড শীতকে উপেক্ষা করে নগরীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন। তাকে সহযোগীতা করছেন যুবলীগের চৌকষ একটি শক্তিশালী টিম।

ফরিদ মাহমুদের এই শ্রম, মেধা, ত্যাগকে মূল্যায়ন করছে দলীয় হাইকমান্ড। এই উন্নয়ন ফিরিস্তির ফেরীওয়ালার সব খবরা খবর ও আমল নামা পৌঁচেছে দলীয় সভানেত্রীর টেবিলে। আওয়ামীলীগের শীর্ষ এক নেতা বললেন, ফরিদ মাহমুদ বাজীমাত করছেন। এদিকে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও ফরিদ মাহমুদের এই প্রশংসনীয় উদ্যোগকে আমলে নিয়ে রিপোর্ট করেছে।

বাকলিয়ার বাসিন্দা সাংবাদিক শহীদুল ইসলাম বললেন, “ ফরিদ ভাই ভালা কাম গঁরের, কিন্তু অনেকের সহ্য ন’অর। আবার অনেকে তাইনেরে অনুস্মরণ গরি লিফলেট-পোষ্টার করার চিন্তা ভাবনা গরের, ভালা, ভালা।দলীয় সুত্রে জানা গেছে, জনমত জরীপে ফরিদ মাহমুদ এগিয়ে আছেন।