ভারতে বাস দুর্ঘটনায় ৪৫ যাত্রীর মৃত্যু

0

আন্তর্জাতিক ডেস্ক:: তীর্থযাত্রী নিয়ে ফেরার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হলো ৪০ জনের। তাদের মধ্যে ৬ জন আবার শিশু। মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের জাগতালিয়া জেলার শনিভারাপেটে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের সরকারি পরিবহন সার্ভিসের একটি বাস ৭০ জন যাত্রী নিয়ে কোন্ডাগাট্টু থেকে তীর্থযাত্রীদের নিয়ে জাগতিয়ালে ফিরছিল। ফেরার পথেই শনিবারাপেট গ্রামের কাছে ঘাট রোডে এই দুর্ঘটনা ঘটে। কোনওভাবে বাসটি নিয়ন্ত্রণ হারায়। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে চারবার পাক খেয়ে রাস্তার পাশে একটি খাদে গিয়ে পড়ে বাসটি। বাসের  ৪০ যাত্রীই নিহত হয়েছে বলে খবর। আহত হয়েছেন অনেকে।

জাগতিয়াল জেলা কালেক্টর এ শরৎ বলেছেন, স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের জাগতিয়াল সরকারি হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কয়েকজন গুরুতর আহতদের করিমনগর ও হায়দ্রবাদ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারী দল। পৌঁছেছেন জাগতিয়ালের পুশির সুপার সিন্ধু শর্মাও।

এই ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও গভীর শোক প্রকাশ করেছেন। মৃতদের পরিবার পিছু ৫ লাখ রুপি ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.