মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর স্বার্থে নিবেদিত ছিলেন

0

নিজস্ব প্রতিবেদক,সিটিনিউজ :: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, প্রয়াত নেতা সাবেক মেয়র আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামবাসীর মনের আকুতি বুঝতে পারতেন। তাই তিনি  দলের চেয়েও চট্টগ্রামবাসীর স্বার্থে নিবেদিত ছিলেন। তাঁর মত একজন জনপ্রিয় মানুষ হারিয়ে চট্টগ্রামবাসী তাদের কাংখিত অধিকার থেকে অনেকাংশে বঞ্চিত হলো।

১১ জানুয়ারি ২০১৮ খ্রি. বৃহষ্পতিবার, সন্ধ্যায় নগরীর পশ্চিম মাদারবাড়ী ডিটি রোডে ২৯ নং পশ্চিম মাদারবাড়ী ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত শোকসভায় প্রধান আলোচকের বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এ বি এম মহিউদ্দিন চৌধুরীর শোক সভায় সভাপতিত্ব করেন অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ্ব আলী বক্স। ২৯ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের এর উপস্থাপনায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সুনিল সরকার, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, তথ্য ও গবেষনা সম্পাদক চন্দন ধর, সদস্য বেলাল আহমদ, অমল মিত্র, অত্র ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব শওকত আলী, মো. নুরুল আবছার, যুগ্ম সম্পাদক আবদুল হামিদ, সাংগঠনিক সম্পাদক মো. নাছির আহমদ, ওয়ার্ড আওয়ামীযুবলীগের সভাপতি মো. আবছার উদ্দিন, সাধারন সম্পাদক শাহিন সরওয়ার, উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা হাজী দানু মিয়া, হেলাল উদ্দিন, সানাহ উল্লাহ, হাসান রাজু, সাজ্জাদ হোসেন, নুরে আলমগীর চৌধুরী সহ অন্যরা।

শোক সভার প্রধান অতিথি  চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মীরা মানুষের সেবার জন্য সদা সর্বদাই নিবেদিত। মানুষ যেখানে অধিকার থেকে বি ত হয় আওয়ামীলীগের নেতা কর্মীরা সেখানে অধিকার রক্ষায় পাশে দাড়ায়। প্রয়াত নেতা মহিউদ্দিন চৌধুরী অধিকার বি ত মানুষের অধিকার রক্ষার আন্দোলনে আজীবন সোচ্চার ছিলেন। তিনি তাঁর জীবন চরিত অনুসরন করার জন্য সকলের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.