• Tuesday, August 21, 2018
logo
add image

মহিউদ্দিন চৌধুরী স্মরণে আওয়ামী লীগের শোকসভা কাল

মহিউদ্দিন চৌধুরী স্মরণে আওয়ামী লীগের শোকসভা কাল


নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  জিইসি কনভেনশন হল চত্ত্বরে স্থাপিত করা হয়েছে মহিউদ্দিন চৌধুরী’র প্রতিকৃতি। এ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে শুরু হবে কাল মহিউদ্দিন চৌধুরীর স্মরণ সভা।

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি বুধবার বিকেল ৩টায় জিইসি কনভেনশন হলে বীর মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক সফল মেয়র, সদ্য প্রয়াত জননেতা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মাননীয় শিল্পমন্ত্রী জননেতা আমির হোসেন আমু এম.পি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এম.পি।

আরো বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য জননেতা আবুল হাসনাত আবদুল্লাহ এম.পি। আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সভায় সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এছাড়া চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ সহ মাননীয় সংসদ সদস্যগণ বক্তব্য রাখবেন।

গতকাল সোমবার ১২ ফেব্রুয়ারি সোমবার বর্ধিত সভায় গৃহিত সিদ্ধান্ত মতে প্রতিটি থানা ওয়ার্ড আওয়ামীলীগ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জিইসি কনভেনশন হলে ব্যানার সহ উপস্থিত থাকার জন্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন অনুরোধ জানিয়েছেন।