রাঙ্গুনিয়ায় পূজামন্ডপে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের নেতৃবৃন্দ

0

সিটিনিউজ ডেস্ক :   বাঙালি হিন্দু ধর্মালম্বীদের প্রধান পাঁচদিনব্যাপী ধর্মীয় উৎসব দুর্গাপূজা গত ৩০ সেপ্টেম্বর বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়। গত ২৯ সেপ্টেম্বর রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ নেতৃবৃন্দ। এ সময় রাঙ্গুনিয়ার বিভিন্ন মন্ডপ পরিদর্শনকালে স্থানীয় পূজা পরিষদ নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় হয়।

এ সময় এলাকার শান্তিশৃঙ্খলা বিষয়ে প্রশাসনের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন পূজা পরিষদ নেতৃবৃন্দ। মতবিনিময় ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন, ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাণীতোষ সাহা ভাস্কর, বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ রাঙ্গুনিয়া শাখার সভাপতি সৌমেন চক্রবর্তী, অর্থ সম্পাদক সুখবরণ চৌধুরী, শিক্ষক অসিত বরণ চৌধুরী, অনুপ চক্রবর্তীসহ পরিষদ নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.