রাজধানীতে জঙ্গি আস্তানায় র‌্যাব অভিযান, নিহত-৩

0

সিটিনিউজ ডেস্ক :: রাজধানীর পূর্ব তেজকুনিপাড়ায় জঙ্গিদের একটি আস্তানায় র‌্যাব অভিযান চালিয়েছে। এতে তিন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে গণমাধ্যমকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায় ,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ৩টার দিকে পূর্ব তেজকুনিপাড়ায় রুবি ভিলা নামের ছয় তলা ওই ভবন র‌্যাব সদস্যরা ঘিরে ফেলেন।

শুক্রবার (১২ জানুয়ারি) ভোরের দিকে সেখানে অভিযান চালানো হয়। অভিযান শেষে তিন জঙ্গির মরদেহ সেখানে পড়ে থাকতে দেখা যায়।

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ জানান, তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল, যে এরকম জায়গায় জঙ্গিরা অবস্থান করছে, কোনো নাশকতার পরিকল্পনা করছে। এর ভিত্তিতে ছয় তলা ভবনটির পঞ্চম তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে জঙ্গিদের সঙ্গে কিছু গোলাগুলি হয়, কিছু গ্রেনেডও নিক্ষেপ হয়। এতে তিন জঙ্গি নিহত হয়েছে। আহত হয়েছে র‌্যাবের দুই সদস্য।

তিনি আরও জানান, পুরনো এমপি হোস্টেলের পেছনে রুবি ভিলা নামের ওই ছয় তলা বাড়ির পঞ্চম তলা থেকে দুটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি), বিস্ফোরক জেল ও একটি পিস্তল পাওয়া গেছে। তবে ভেতরে কয়জন জঙ্গি অবস্থান করছিল, তাদের পরিচয় কী- সেসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি র‌্যাবের ডিজি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.