সরকার রোহিঙ্গাদের স্ব-সম্মানে নিজ দেশে পাঠাবে: সেতুমন্ত্রী

0

শহিদুলইসলাম, উখিয়া :: বাংলাদেশ অাওয়ামী লীগের সাধারন সম্পাদক সড়কও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার সরকার  যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের  নিরাপদে এবং স্ব-সম্মানে  নিজ দেশে ফেরত পাঠাবে।  সে  লক্ষে  জাতিসংঘ সহ বিশ্ব  সম্পদায়ের  সহযোগিতায় কাজ করে যাচ্ছে  জয়েন্ট ওয়ারকিং গ্রুপ।

সময় ও স্রোতের মতো জাতীয়  নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না।সঠিক সময়ে নির্বাচন অনুষ্টিত  হবে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার সময় উখিয়ার কুতুপালংয়ে রোহিঙ্গাদের  মাঝে ত্রান বিতরন কালে এসব কথা বলেছেন।

এসময় সাথে ছিলেন সাবেক শিল্প মন্ত্রী দীলিপ বড়ুয়া, কেন্দ্রীয় অাওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,উখিয়া -টেকনাফের সংসদ সদস্য অাবদুর রহমান বদি,সংসদ সদস্য অাশেক উল্লাহ রফিক,সংসদ সদস্য  সাইমুম সরওয়ার কমল,জেলা অাওয়ামী লীগ সভাপতি এড:সিরাজুল মোস্তফা, সাধারন সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান, উখিয়া উপজেলা অাওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ হামিদুল  হক চেীধুরী, সাধারন সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ার ম্যান জাহাংগীর  কবির চেীধুরী।  এর পর ছাত্রলীগের  মেডিকেল ক্যাম্প পরির্দশন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.