সাংবাদিক ইউসুফের স্মরণ সভা

0

নিজস্ব প্রতিবেদকঃঃ সাহসের সাথে হুমকি মোকাবেলা আর লোভ -লালসার উর্ধ্বে উঠা গেলে সাংবাদিকরা জাতির কাছে অনুকরনীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সাবেক সভাপতি ও গণমাধ্যম ব্যক্তিত্ব মঞ্জুরুল আহসান বুলবুল।

তিনি বলেছেন সৎ, ত্যাগী, নিষ্ঠাবান সাংবাদিকরাই পারে দেশকে এগিয়ে নিতে। প্রায়ত সাংবাদিক মোহাম্মদ ইউসুফ ছিলেন আমৃত্য সৎ, ত্যাগী, দেশপ্রেমিক এবং পেশাদার সাংবাদিক। তিনি সাংবাদিক সমাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন।

আজ রবিবার (৪নভেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ ইউসুফ স্মরণে সিইউজে আয়োজিত স্মরণ সভায় মঞ্জুরুল আহসান বুলবুল এসব কথা বলেন।

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএফইউজের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, সিইউজের সাবেক সভাপতি এম.নাসিরুল হক, মোস্তাক আহমেদ, এজাজ ইউসুফী, সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, প্রায়ত মোহাম্মদ ইউসুফের মেয়ে লুসি ফার লায়লা, জামাতা নজরুল কবির প্রমুখ।

স্মরণ সভায় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক দৈনিক জনকন্ঠের মোয়াজ্জেমুল হক,সিইউজের যুগ্ম সম্পাদক সবুর শুভ, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিন্টু চৌধুরীসহ সিইউজে, প্রেসক্লাব নেতৃবৃন্দ।

সভায় বক্তরা মোহাম্মদ ইউসুফের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন তুলে ধরে নতুন প্রজম্মের কাছে ছড়িয়ে দেয়ার আহবান জানান। প্রায়ত মোহাম্মদ ইউসুফের পরিবারের পক্ষ থেকে প্রতিবছর এক জন যোগ্য সাংবাদিককে ফেলোশীপ প্রদানে সহায়তাসহ ট্রাষ্ট গঠন এবং স্মরক গ্রন্থ প্রকাশের ঘোষনা দিয়ে সবার সহযোগিতা কামনা করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.