অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার থাকে সাংবাদিকরা

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেছেন, আমাদের কর্মকান্ড লেখনির মাধ্যমে পৃথিবীর এ প্রান্ত থেকে  ও প্রান্তে প্রতিনিয়ত পৌঁছে দিচ্ছে সাংবাদিকরা। তাঁরা সমাজে ঘটতে থাকা অবিচার অনাচার শোষণ বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার থাকে, জনমত গঠন করে। তাই বলা হয়, সাংবাদিকরা জাতির বিবেক।

তিনি বলেন, সঠিক সাংবাদিকতা একটি জাতিকে পরিবর্তন করতে পারে। সাংবাদিকের তথ্যবহুল অনুসন্ধানি সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের অনিয়ম অব্যবস্থাপনা সমন্ধে জাতি জানতে পারে।

এসময় তিনি সঠিক সাংবাদিকতার প্রশংসা করে বলেন, শেখ হাসিনার সঠিক দিক নির্দেশনা আর সাংবাদিকদের সঠিক সংবাদ পরিবেশন দু’টোকে পুঁজি করে দেশ আজ এগিয়ে যাচ্ছে।

তিনি ২৭মে (রবিবার) উপজেলা মিলনায়তনে বোয়ালখালী প্রেস ক্লাবের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

প্রেস ক্লাবের সভাপতি মো. শাহীনূর কিবরীয়া মাসুদের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের ও যুগ্ম-সাধারণ সম্পাদক সেকান্দর আলম বাবরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজি ওবায়দুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহেদা আকতার শেফু, উপজেলা আ.লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস এম জহিরুল আলম জাহাঙ্গীর, দক্ষিণ জেলা আ.লীগ নেতা রেজাউল করিম বাবুল, পৌর আ.লীগ আহবায়ক জহুরুল ইসলাম জহুর, উপজেলা যুবলীগ সভাপতি আবদুল মান্নান রানা, বোয়ালখালী পল্লী বিদ্যুতের ডিজিএম মো. রফিকুল আজাদ, এলাকা পরিচালক আশরাফ উদ্দিন কাজল, সাংবাদিক মুজাহিদুল ইসলাম, মুহাম্মদ নাজিম উদ্দিন, টিপু সুলতান, এম এ মান্নান, আবুল ফজল বাবুল, রাজু দে, পূজন সেন, আলমগীর চৌধুরী রানা, দেবাশীষ বড়–য়া রাজু, আল সিরাজ ভান্ডারী, মো. মহিউদ্দিন, ছাদেকুর রহমান সবুজ, কাউন্সিলর শাহজাদা এস মিজানুর রহমান, সুনীল চন্দ্র ঘোষ, ইসমাঈল হোসেন চৌধুরী আবু, মহিলা আ.লীগ সাধারণ সম্পাদক রেবেকা সুলতানা মনি, দিদারুল আলম, শেখ শহিদুল আলম, গিয়াস উদ্দিন সোহেল, ইউপি সদস্য নুরুল আবছার, মোজাম্মেল হক বকুল, ছাত্রনেতা আবদুল মোনাফ, আরিফুল হাসান রুবেল, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.