অন্যায় ও মিথ্যার বিপক্ষে অবস্থান কারবালার শিক্ষা: মাও. মোজাম্মেল হক

0

নিজস্ব প্রতিনিধি,চন্দনাইশ,সিটিনিউজ :: প্রধান মোয়ালেম দাওয়াতে খায়ের গাউছিয়া কমিটি বাংলাদেশের মাও.মোজাম্মেল হক বলেছেন, কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে যেদিন নিজের প্রাণ বির্সজন দিয়েছিলেন ঈমাম হোসাইন (রা:), সে দিন থেকে ইসলামী আর্দশ প্রকৃত প্রাণ শক্তি অর্জন করেছে। কারবালা হল ত্যাগের, শক্তির প্রতিবাদের সফলতা ও বিজয়ের।

কারবালার স্মৃতি মুসলিম হৃদয়ে কেবল শোকর আবহ জাগায়না, বরং সাধনা ও সাফল্যের এক নতুন উদ্দীপনা জাগিয়ে তুলে। সেদিন ঈমাম হোসাইন (রা:) নিজের প্রাণ বির্সজন দিয়ে ইনচাফ, শান্তি, ন্যায়ের পতাকা উড্ডীন রেখেছেন। মানুষ যে শিক্ষায় শিক্ষিত হোক না কেন আহ্লে বায়াতের এ শিক্ষা স্মরণ করতে হবে।

শনিবার (১ অক্টোবর) রাতে মিজ্জির দোকান এলাকাবাসীর উদ্যোগে মধ্যম চন্দনাই মুন্সি আবদুর রহমান চৌধুরী জামে মসজিদ মাঠে ১০ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা উপলক্ষে মিলাদ মাহফিলের সমাপনী দিনে সভাপতিত্ব করেন মসজিদের খতিব মাও. শাহ্ খলিলুর রহমান নিজামী।

প্রধান ওয়াজিন ছিলেন প্রধান মোয়ালেম দাওয়াতে খায়ের গাউছিয়া কমিটি বাংলাদেশের মাও.মোজাম্মেল হক। তকরির করেন, মুফতি মা. আহমদুল্লাহ শাহ্ ফোরকান খান।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শহীদুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সামান্তা গ্রুপের চেয়ারম্যান এম. আইনুল কবির, এনু মিয়া-আয়েশা খাতুন ফান্ডেশনের চেয়ারম্যান শফিকুল ইসলাম রাহী, কাউন্সিলার মোজাম্মেল হক চৌধুরী, আবদুল নুর, আক্তার উদ্দীন, মো. সেলিম উদ্দীন, মো. আরমান, মো. মহিউদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.