অবকাঠামোগত সমস্যা থাকায় বিদেশি পর্যটক আকৃষ্ট হচ্ছেনা: মেনন

0

সিটিনিউজ ডেস্ক:: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘দেশের পর্যটন শিল্পে এখনো অবকাঠামোগত সমস্যা রয়েছে। এখনো দেশে ই-টুরিজম গড়ে উঠেনি। তাই আমরা বিদেশি পর্যটকদের আকর্ষণ পারছি না। এই সমস্যা উন্নয়নে কাজ করা হচ্ছে।’

বৃহস্পতিবার রাজধানীতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে তিন দিনব্যাপী ৬ষ্ঠ এশিয়ান টুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব বলেন।

মেনন বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশ যেমন, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপের পর্যটন খাতের জন্য ই-টুরিজমের ব্যবস্থা করেছে। কিন্ত আমরা এখনো এই বিষয়ে পিছিয়ে। এছাড়া আমাদের সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের কারণে অনেক কিছু করা সম্ভব হয় না। তবে বাংলাদেশ এই খাত অনেকদূর এগিয়েছে। আমরা বিশ্ব পর্যটন সংস্থার আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। বাংলাদেশ দক্ষিণ এশিয়া টুরিজমের চেয়্যারম্যান হিসেবে নেতৃত্ব দিচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘এবারের পর্যটন মেলা বিশ্বের দরবারে বাংলাদেশকে অন্যভাবে তুলে ধরবে। এই মেলার মাধ্যমে ব্যবসার বাণিজ্যে অগ্রগতি হবে। আমাদের নতুন পণ্যকে বিশ্বের কাছে পরিচয় করে দেয়া সম্ভব হবে। বর্তমানে আমাদের পদক্ষেপ হলো শুধু টুরিস্ট আকর্ষণের দিকটা খেয়াল রাখা। আমরা এখন পুরোদমে তৈরি হচ্ছি। আগামী বছর এশিয়ান টুরিজম ফেয়ারে আরও অগ্রগতি হবে। সেই ফেয়ার আরও বেশি কালারফুল এবং অংশগ্রহণমূলক হবে বলে আমি মনে করি।’

এশিয়ান টুরিজম ফেয়ারের আহ্বায়ক ও পর্যটন বিচিত্রার আহ্বায়ক হেলাল উদ্দিন বলেন, ‘২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসের সঙ্গে সমন্বয় রেখেই ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘এশিয়ার ট্যুরিজম ফেয়ার’। মেলায় রয়েছে বাংলাদেশসহ অন্যান্য দেশের আকর্ষণীয় ভ্রমণ, হোটেল বা প্যাকেজ বুকিংসহ এয়ার টিকিটের ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা। মেলায় অংশগ্রণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থাকবে হোটেল, মোটেল, বিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল শপ ও বিনোদনের আরও অনেক প্রতিষ্ঠান।’

প্রসঙ্গত, পর্যটন বিচিত্রার আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে ৬ষ্ঠ এশিয়ান টুরিজম ফেয়ার। ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মেলা চলবে। মেলায় মোট ১২০টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। প্রবেশমূল্য ২০ টাকা ধার্য করা হলেও ছাত্রদের জন্য বিনামূল্যে প্রবেশের সুবিধা রয়েছে। প্রবেশকারীদের কুপনের বিপরীতে থাকছে র‌্যাফেল ড্র।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.