অামীর খসরুকে দুদুক কার্যালয়ে তলব করায় প্রতিবাদ

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য পরিচ্ছন্ন রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী, চট্টগ্রামের কৃতিসন্তান জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে দুদুককে ব্যবহার করে তথাকথিত কল্পকাহিনী বানিয়ে দুদুক কার্যালয়ে তলব করার ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য এস.এম. ফজলুল হক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক ভি.পি হারুন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা: ফাওয়াজ হোসেন শুভ, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রফেসর এমডি. এম কামাল উদ্দিন চৌধুরী, বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তফা কামাল পাশা, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়ুয়া, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, শওকত আলী নূর, মাহবুবুল আলম চৌধুরী চেয়ারম্যান, আলহাজ্ব সরওয়ার আলমগীর, অধ্যাপক মো: মহসীন, মাঈনুদ্দিন মাহমুদহ, ফিরোজ আহমেদ প্রমুখ। নেতৃবৃন্দ মনে করেন, পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জনসম্মুখে হেয়পতিপন্ন করার জন্য মিথ্যা-বানোয়াট-উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিয়ে ক্রান্ত হয়নি। তারা দুদুক নামক প্রতিষ্ঠানকে অসৎ উদ্দেশ্যে ব্যবহার করে কল্পকাহিনী বানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে জনগণের মাঝে বিতর্কিত করা সম্ভব হবে না।

জনগণ দুদুকের এহেন কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দুদুকের কাজ সরকারী দলের নেতাদেরকে ইমানদার বানানো এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের হয়রানি করাই তাদের দায়িত্ব হিসেবে দাঁড়িয়েছে। এহেন কার্যক্রম থেকে দুদুককে সরে আসার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.