আগামী দুই বৎসরে এদেশের চেহারা পাল্টে যাবে

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ফরিদ মাহমুদ এর নিজ উদ্যোগে প্রকাশিত সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্যসম্বৃদ্ধ পোস্টার, লিফলেট, মেগা প্রকল্পগুলোর ছবি সম্বলিত বর্ষপঞ্জি, মগ হস্তান্তর উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত করতে গেলে সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকান্ডের বিষয়ে বিভাগীয় কমিশনার চট্টগ্রামের বাইরে থাকার কারণে চলিত দায়িত্ব প্রাপ্ত অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো: নুরুল আলম নিজামী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুকুর রহমান সিকদার এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

এসময় আলহাজ্ব ফরিদ মাহমুদ সরকারের এই দুই কর্মকর্তার হাতে পোস্টার, লিফলেট, বর্ষপঞ্জি ও মগ তুলে দেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আহম্মদ সাফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহম্মেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব দেওয়ান মাকসুদ, চিত্রনায়ক পংকজ বৈদ্য সুজন, সাংবাদিক জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, নগর আওয়ামীলীগ নেতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, দুর্নীতি দমন বৃহত্তর চট্টগ্রামের পিপি এড. মেজবাহ উদ্দিন চৌধুরী, নারী ও শিশু নির্যাতন আদালতের পিপি মো: নজরুল ইসলাম সেন্টু, অতিরিক্ত পিপি এড. আনোয়ার হোসেন আজাদ, নগর যুবলীগ সদস্য নেছার আহম্মেদ, এস এম সাঈদ সুমন, আবদুল আওয়াল, শেখ নাছির আহমেদ, মহানগর যুবলীগ নেতা আশরাফুল গণি, নগর যুবলীগ সদস্য দেলোয়ার হোসেন দেলু, সাংস্কৃতিক কর্মী ইকবাল আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান সরওয়ার আলম মনি, জহির উদ্দিন সুমন, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, কামরুল ইসলাম, আনিসুর রহমান মামুন, ছাত্রনেতা শহীদুল ইসলাম শহীদ, যুবনেতা ইয়াসিন ভূইয়া, ওমরগণি মানিক, আমিনুল ইসলাম আজাদ, ইসতিয়াক চৌধুরী।

এসময় বিভাগীয় কমিশনার মো: নুরুল আলম নিজামী জানান, চট্টগ্রাম বিভাগে ১১টি জেলায় স্কুল, কলেজ, মাদ্রাসা, সাংস্কৃতিক কেন্দ্র, গ্রন্থাগার, হাট-বাজার, রাস্তাঘাট সহ বিপুল সংখ্যক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রাম বিভাগের জেলাগুলো চেহারা পাল্টে যাবে।

সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্যগুলো রাজনীতিবিদ, সমাজকর্মীদেরকে জনগণের কাছে তুলে ধরতে হবে।

এই সময় নেতৃবৃন্দ আরো বলেন, চট্টগ্রাম কালুরঘাট সেতু, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স প্রকল্পের জন্য বর্তমান সরকার অর্থ বরাদ্দ করেছেন। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, চট্টগ্রামের জলাবদ্ধতা নিস্কাশনের প্রকল্পের কাজ এ বছরেই শুরু হতে যাচ্ছে।

ইতিমধ্যে শেখ হাসিনা পানি শোধনাগার, মেরিন ড্রাইভ রোড, চট্টগ্রাম বাইপাস সড়ক, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়, আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রকল্পের কাজ শেষের দিকে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.