আটক ২১০ শিবির কর্মীকে আদালতে প্রেরণ

0

সিটি নিউজঃ শিবিরের গ্রেফতারকৃত ২১০ নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ রবিবার (২৪ জুন ) সকালে আদালতে চালান দেওয়া হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের উপ পরির্দ্শক গোলাম ফারুক বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, নগরীর স্টেশন রোডের মোটেল সৈকতে অভিযান চালিয়ে গোপন বৈঠক করার সময় শিবিরের ২১০ জনকে আটক করা হয়।

পরে তাদের গ্রেফতার দেখিয়ে আজ রবিবার সকালে অজ্ঞাতনামা আরও ১০জনকে আসামি করে মোট ২২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তাদেরকে আদালতে চালান দেওয়া হয়েছে।

ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘পারাবার’ নামে একটি সংগঠনের ব্যানারে তারা ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেছিল। সংগঠনটি শিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণের সাংস্কৃতিক শাখা। তারা ওই সংগঠনের নামে গোপন বৈঠকে মিলিত হয়েছিল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.