আড়াই‘শ প্রতিবন্ধী শিক্ষার্থীকে চেক বিতরণ

0

আনোয়ারা প্রতিনিধি : স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে আনোয়ারায় সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ কর্মসূচি চলবে আগামী ২৫ মার্চ পর্যন্ত।

এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ।

সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ,পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশারফ হোসেন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া চৌধুরী ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক সাইফুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।

সভাশেষে উপজেলার বিভিন্ন এলাকার ২৫০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অনুদানের চেক বিতরণ করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.