ইউসুফ চৌধুরীর মত ব্যক্তিরা আজীবন বেঁচে থাকবে মানুষের মাঝে

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ইউসুফ চৌধুরীর সামাজিক কর্মকান্ড তাকে আজীবন মানুষের মাঝে স্মরণীয় করে রেখেছেন।

তিনি সারাজীবন চট্টগ্রাম, চট্টগ্রামের মানুষের উন্নয়নের জন্য তার পত্রিকা পূর্বকোণের মাধ্যমে তুলে ধরার পাশাপাশি সামাজিক কার্যক্রম করে গেছেন। তাই তিনি মানুষের হৃদয়ে তার  কর্ম গুনে স্থান করে নিয়েছেন। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন ইউসুফ চৌধুরী এবং পূর্বকোণ মানুষের হৃদয়ের মনি কোঠায় বেঁচে থাকবেন।

তিনি বলেন, নগর পিতা মহিউদ্দীন চৌধুরীর পর যদি কেউ চট্টগ্রামের উন্নয়নের জন্য অবদান রেখে থাকেন তবে তিনি  ইউসুফ চৌধুরী।

আজ শুক্রবার (২৫ মে) বিকেলে চন্দনাইশ প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক পূর্বকোণের প্রতিষ্ঠাতা ইউসুফ চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা, দোয়া মাহফিল, মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

চন্দনাইশ সদরস্থ কাশেম মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুর ইসলাম চৌধুরী এমপি।

প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ’লীগের সহসভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, পূর্বকোণ লিমিটেড এর জেনারেল ম্যানেজার আবদুল্লাহ আল মোজাম্মেল জিলানী, সার্কুলেশন ম্যানেজার তাপস নন্দী, আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক।

সংগঠনের সহ-সভাপতি এম এ মুছার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মোজাহেরুল কাদের। আলোচনায় অংশ নেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি মাহাফুজ উন নবী, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন, মানবাধিকার কর্মী হাফেজ মোহাম্মদ আলম, আ’লীগ নেতা ডা. আবুল হোসেন, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়–য়া, প্রধান শিক্ষক জাফর আহমদ, সাংবাদিক যথাক্রমে এম এ মুবিন, এসএম রহমান, কমরুদ্দিন, শাহদাত হোসেন, আবুল হাশেম, আলমগীর বঈদী, উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহনাজ বেগম, জান্নাতুল ফেরদৌস, উম্মে রোমানা, তাহমিনা আকতার, যুবলীগ নেতা আকতারুজ্জামান রবিউল, লোকমান হাকিম, এম শাহনেওয়াজ চৌধুরী, মাসুদ পারভেজ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.