উইম্যান চেম্বারের পাঁচদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স

0

নিজস্ব প্রতিবেদক:: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী স্টার্ট-আপ বিজনেস শীর্ষক প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সদদ বিতরণী অনুষ্ঠান গতকাল রাঙ্গুনিয়ার মরিয়মনগরস্থ মরিয়মনগর কিন্ডারগার্টেন-এ অনুষ্ঠিতহয়। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট রুহী মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিটাগাং উইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও প্রেসিডেন্ট ইন-চার্জ আবিদা মোস্তফা।

প্রধান অতিথি তার বক্তব্যে,বলেন দেশের নারী উদ্যোক্তাদের সার্বিক কর্মকান্ডে তৃণমূলের নারীদের সম্পৃক্ত হওয়া জরুরী। সেইলক্ষ্যে চিটাগাংউইম্যান চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকাজকরেযাচ্ছে। প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষনের পাশাপাশি উদ্যোক্তা হিসেবে প্রয়োজনীয় সহযোগিতা চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর নিকট থেকে পাবে। প্রশিক্ষণ কোর্সে স্থানীয় ৩১ জন উদ্যোক্তা হতে আগ্রহী নারী অংশগ্রহন করেন।চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সদস্য বিশেষজ্ঞ প্রশিক্ষক নাদিয়া মোর্শেদ প্রশিক্ষণ কোর্সটি পরিচালনা করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর পরিচালক কাজী তুহিনা আক্তার সদস্য চৌধুরী জুবাইরা সাকী জিপসী ও সাংবাদিক এয়াকুব আলী মনি উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.