উখিয়ার শরনার্থী ক্যাম্প পরিদর্শনে ১২ দেশের রাষ্ট্রদূত

0

শহিদুল ইসলাম,উখিয়া,কক্সবাজার : কক্সবাজারের উখিয়া’র কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ১২টি দেশের রাষ্ট্রদূত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকালে তাঁরা কুতুপালংয়ে রোহিঙ্গা বস্তি এবং ট্রানজিট ক্যাম্পও পরিদর্শন করেন।প্রতিনিধি দলে ছিলেন অস্ট্রেলিয়া, কানাডা, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, জাপান, উত্তর কোরিয়া, নেদারল্যান্ড, মালয়েশিয়া, সুইডেন, তুরস্ক, ইংল্যান্ডের রাষ্ট্রদূত।উখিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, বিকেলে তাঁরা (রাষ্ট্রদূত) কুতুপালং রোহিঙ্গা শিবিরের বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গাদের কাছে তাদের সার্বিক বিষয়ে কথাও বলেন এবং তাদের খোঁজ-খবর নেন তাঁরা।

এর আগে কক্সবাজার জেলা প্রশাসকের সাথে মতবিনিময় করেন ১২ দেশের রাষ্ট্রদূতরা। মতবিনিময়কালে রোহিঙ্গাদের বর্তমান অবস্থা, রোহিঙ্গা ইস্যুতে স্থানীয় জনগনের উপর কী ধরণের প্রভাব পড়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে নিজ দেশে প্রত্যাবর্তন, অন্যত্র স্থানান্তর ইত্যাদি বিষয়ে আলোচনা হয় বৈঠকে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কালে স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তা,এনজিও প্রতিনিধি, সহ বিভিন্ন সাহায্য সংস্থার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.