উন্নয়নশীল দেশ গড়তে প্রধানমন্ত্রীর চেষ্টা অব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: হৃদরোগে রোগে আক্রান্ত চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মান্নানকে প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে দুই লাখ টাকা প্রদান করা হয়েছে।

শনিবার (২ জুন) সকালে বিজিএমইএ’র সহ-সভাপতি ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নাছিরের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন।

শোভনদন্ডী ইউপির সাবেক সদস্য নুরুল আবছারের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা ইরফান উদ্দিনের পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির, পটিয়া উপজেলা আ’লীগ আশীষ তালুকদার, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মহি, নাজিম উদ্দিন, পটিয়া উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক সাজেদা বেগম, হাসিনা বেগম, রোকেয়া বেগম, আবুল কালাম, শোভনদন্ডীর ৫নং ওয়ার্ড আ’লীগ সভাপতি ওসমান গণি, ৪নং ওয়ার্ড আ’লীগ সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা আবু তাহের, ছাত্রলীগ নেতা মো. আরমান, আরিফুর রহমান সবুজ, ওয়াসিক সাকিব, ফাহিম সুফিয়ান।

প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিলের চেক বিতরণকালে বিজিএমইএ সহ-সভাপতি মোহাম্মদ নাছির বলেন, বাংলাদেশকে দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে পরিনত করতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ মান্নান দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হলেও কেউ খবর রাখেননি। প্রধানমন্ত্রীর চিকিৎসা তহবিল থেকে দুই লাখ টাকা অনুদান পাওয়ায় আ’লীগ নেতা মান্নানের পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.