এবারও নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ!

0

সিটি নিউজ ডেস্ক :: বাংলাদেশের প্রায় সবগুলো জাতীয় নির্বাচনেই পর্যবেক্ষক হিসেবে এসেছিলো জাতিসংঘ ও ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) সহ প্রভাবশালী দেশের প্রতিনিধিরা। কিন্তু ২০১৪ সালের একতরফা নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠায়নি এসব সংস্থা ও রাষ্ট্রগুলো।

জাতিসংঘ জানিয়েছে- আগামী কয়েক মাস পর বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও প্রতিনিধি বা পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই তাদের।

বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে এতথ্য নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান আজিজ হক।

বিএনপি মহাসচিবের সফর ও আওয়ামী লীগ-বিএনপির মধ্যে সংলাপের বিষয়ে এক প্রশ্নের জবাবে ফারহান আজিজ জানান, ‘বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে উপলক্ষে সাধারণ পরিষদ বা নিরাপত্তা কাউন্সিলের কোনো ম্যান্ডেট নেই। ফলে জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.