ঐক্যবদ্ধ থাকলে কেউ নৌকার বিজয় ঠেকাতে পারবে না: কাদের

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : সড়ক ও সেতু মন্ত্রী আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন দেশ-বিদেশে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি বলেন, জনবিচ্ছিন্ন কর্মসূচীতে থাকায় বিএনপি বার বার আন্দোলনে দাঁড়াতে পারছেনা। তারা বিগত ১০ বছরে যেমন দাঁড়াতে পারেনি তেমনি বাকি তিন মাসেও দাঁড়াতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের প্রাচীণ রাজনৈতিক দল। আওয়ামী লীগ সব সময় মা মাটি ও মানুষের কল্যাণে কাজ করে। তাই যতই ষড়যন্ত্র হোক না কেন, যদি আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকে তাহলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি সারা বাংলাদেশে আওয়ামী লীগের নির্বাচনী রোড শো’র ব্যাপক সাড়া জাগার তথ্য দিয়ে বলেন বিগত ১০ বছরে সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে উন্নয়ন করেছে তাতে দেশের মানুষ আর ঘরে বসে থাকার প্রশ্নই আসে না। তাই আওয়ামী লীগের কর্মসূচীকে স্বাগত জানাতে আজ সারাদেশের কেন্দ্রীয় কর্মসূচীতে ব্যাপক সাড়া পড়েছে।

তিনি গতকাল রবিবার দুপুরে পটিয়ার শান্তির হাটের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পটিয়ার ভেল্লা পাড়া থেকে মুজাফ্ফরাবাদ পর্যন্ত ৭টি পয়েন্টে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অংগ সংগঠন সমূহের নেতাকর্মী ও লক্ষাধিক মানুষের ঢল নামে এ রোড শো’তে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উভয় পাশে দাঁড়িয়ে আ’লীগ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান তারা।

পটিয়ার শান্তির হাটের পথ সভায় ওবায়দুল কাদের বক্তব্য প্রদানের সময় উপস্থিত ছিলেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সামশুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দেবব্রত দাশ, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আজিমুল হক চৌধুরী, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম. এজাজ চৌধুরী, এড. হোসাইন রানা।

পটিয়া উপজেলা পরিষদ সম্মুখস্থলে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি সামশুদ্দিন আহমেদ, পটিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, সাবেক যুগ্ম সম্পাদক মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, ফজলুল হক, এমএনএ নাছির, দক্ষিণ ভূর্ষি ইউনিয়ন সভাপতি মিহির চক্রবর্ত্তী। মুজাফ্ফরাবাদে ছিলেন আওয়ামী লীগ নেতা আবদুল খালেক চেয়ারম্যান, আলমগীর খালেদ, গোলাম সরওয়ার চৌধুরী মুরাদ, মিজানুর রহমান, সামশুল আলম, জয় প্রকাশ দত্ত সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.