ওয়ালশই থাকছেন আফগানিস্তান সিরিজে প্রধান কোচ

0

স্পোর্টস ডেস্ক:: কোর্টনি ওয়ালশ মূলত বাংলাদেশ দলের পেস বোলিং কোচ। তবে গত এপ্রিলে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব সামলে ছিলেন। এবার আফগানিস্তনের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও প্রধান কোচের দায়িত্ব দেওয়া হচ্ছে তাঁকে। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান কোচ হিসেবে ওয়ালশের নাম ঘোষণা করেছে।

আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতের দেরাদুনে ৩, ৫ ও ৭ জুন অনুষ্ঠিত হবে ম্যাচ গুলো। শুধু মাত্র এই সিরিজের জন্যই ওয়ালশকে প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।

আফগানিস্তনের সিরিজে অংশ নিতে ২৯ মে ঢাকা ছাড়ার কথা বাংলাদেশ দলের। সিরজকে সামনে রেখে চলছে বাংলাদেশ দলের প্রস্তুতি।

গত অক্টোবরে শ্রীলঙ্কান কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর থেকেই বাংলাদেশ দলের কোচের পদটি খালি পড়ে আছে। এরই মধ্যে বেশ কয়েকজনের নাম শোনা গেলেও বিসিবি নিয়োগ দিতে পারেনি কাউকেই। তাই বাধ্য হয়ে আবার পেস বোলিং কোচ ওয়ালশের দ্বারস্থ হয় বিসিবি।

এদিকে কোচ নিয়োগের জন্য বিসিবি দক্ষিণ আফ্রিকা ও ভারতের সাবেক কোচ গ্যারি কারস্টেনকে দায়িত্ব দিয়েছে। আগমী জুলাইয়ের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই হয়তো নতুন একজন কোচ পাওয়া যতে পারে বলে আশা করছি বিসিবি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.