কক্সবাজারে ছিনতাইকারী আটক, ছোরাসহ ডাকাতি সরঞ্জাম উদ্ধার

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার : কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আরো ৯ জন সশস্ত্র ছিনতাইকারী আটক করেছেন । গত ২ দিনে (২৯ ও ৩০ ডিসেম্বর) কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বাস টার্মিনালস্থ ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে ৩০ ডিসেম্বর ভোর রাতে অভিযান চালিয়ে ৫টি ছোরা, ৪টি মুখোশ ও ৪টি লোহার রড সহ ৫জনকে আটক করে এবং ২৯ ডিসেম্বর ভোর রাতে কলাতলী, সুগন্ধা মোড়, আলীর জাহাল এলাকায় অভিযান চালিয়ে ধারালো ছোরা সহ ৪জনকে আটক করা হয়।

শনিবার ৩০ ডিসেম্বর ভোর রাতে গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজার পৌরসভার স্টেডিয়াম পাড়ার মৃত মৌলানা মোস্তাফিজুর রহমানের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৫), বৈদ্যঘোনা এলাকার মৃত আঃ সালাম এর ছেলে মোঃ সেলিম (২৮), কলাতলী আদর্শ গ্রাম এলাকার মৃত দিল মোহাম্মদ এর ছেলে মোঃ জাবেদ, উত্তর ফাসিঁয়াখালী, ইসলামাবাদ এলাকার মোঃ আলম এর ছেলে মোঃ ইব্রাহীম (২০), নতুন মহাল চৌফলদন্ডী এলাকার আঃ ছবির এর ছেলে মোঃ নুরুল হক।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়ার নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) কামরুল আজম, ইন্সপেক্টর মাইন উদ্দিন (অপারেশন), ইন্সপেক্টর আতিকুর রহমান, এসআই দেবব্রত রায়, এসআই আক্তারুজ্জামান, এসআই দীপক কুমার সিংহ, এএসআই মহিউদ্দিন বেগ, এএসআই মোঃ রাশেদ, এএসআই ফরহাদ হোসেন ও সঙ্গীয় অফিসার ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার বাস টার্মিনালস্থ ঝিলংজা কৃষি খামারের উত্তর পাশে নারিকেল বাগানে ডাকাতি প্রস্তুতি কালে ৩০ ডিসেম্বর ভোর রাত অস্ত্র-শস্ত্র সহ উল্লেখিত ডাকাতদের ধৃত করা হয়।

এছাড়া গত ২৯ ডিসেম্বর পৃথক অভিযানে পেশকার পাড়ার আবদুল মোনাফ সওদাগর এর ছেলে আলী আজগর, চৌফলদন্ডী, দক্ষিন মাইজ পাড়া এলাকার মোজাহের আহম্মদ এর ছেলে নুরুল হুদা @ লুদা মিয়া, মধ্যম নাপিতখালী এলাকার মনজুর আলম এর ছেলে মোঃ রুবেল, এবং দিল মোহাম্মদ এর ছেলে মোঃ জুবায়ের কে গ্রেফতার করা হয়।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়–য়া জানান, ধৃত ডাকাতদের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, দস্যুতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি আরো জানান- চুরি, ছিনতাই ও সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.