কর্ণফুলী গলি-মাদকের গলি

0

দিলীপ তালুকদারঃ  চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা এলাকায় পাঠানটুলী নাজিরপুলে কর্ণফুলী গর্লির অভ্যন্তরে লাউত্যার মাট নামে পরিচিত মাট এখন মাদকের মাটে পরিণত হয়েছে। সন্ধ্যা নামার পর এখানে মাদকসেবীরা একত্রিত হয়ে মাদক সেবন করায় পরিবেশ বিষাক্ত হয়ে উঠে।

এই মাদকের আড্ডায় অবৈধ অস্ত্রধারী, বখাটে, মাস্তান, ছিনতাইকারীরা সমবেত হয়। স্থানীয় জনগন অভিযোগ করেছেন, মাদকসেবীদের জ্বালাতনে মহল্লার মানুষ অতীষ্ট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.