চট্টগ্রামে কর্ণফুলী দূষণের অপরাধে বে ফিশিংকে জরিমানা

0

সিটি নিউজ, চট্টগ্রাম :: নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে পতেঙ্গার বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক শুনানি শেষে এ জরিমানা করেন।

এর আগে সোমবার (৩ সেপ্টেম্বর) পতেঙ্গায় বে ফিশিং করপোরেশন লিমিটেডের ভোজ্য তেল পরিশোধনাগারে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। এ সময় মঙ্গলবার শুনানিতে উপস্থিত হওয়ার জন্য বে ফিশিং করপোরেশন লিমিটেডকে নোটিশ দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, কর্ণফুলী নদীতে বাইপাসের মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য ফেলে দূষণের অপরাধে বে ফিশিং করপোরেশন লিমিটেডকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে। শুনানিতে তাদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধ করলে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাদের।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.