কর্ণফুলী নদী থেকে ১২হাজার মিটার ভাসান জাল জব্দ

0

বোয়ালখালী প্রতিনিধি: কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ৬টি ভাসান জাল ও ৭টি বড়শি জব্দ করে পুড়িয়ে দিয়েছে বোয়ালখালী উপজেলা মৎস্য দপ্তর। ১২হাজার মিটার দৈর্ঘ্যরে এ ভাসান জালের মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

বুধবার (১৪ মার্চ) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আতিকুর রহমান কর্ণফুলী নদীতে এ বিশেষ অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর আওতায় অবৈধ ভাসান জাল ও বড়শি জব্দ করা হয়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কালুরঘাট সেতু থেকে নাজির হাট সেতু পর্যন্ত মৎস্য অভয়াশ্রম ঘোষণা করায় এ এলাকায় সারাবছর মাছ ধরা বন্ধ থাকবে। এছাড়া মার্চ থেকে জুলাই মাস পর্যন্ত কর্ণফুলী নদীতে সকল প্রকার মাছ ধরা নিষিদ্ধ বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.