কর্ণফুলী সংযুক্ত খালে দূষিত পানি, মরছে মাছ

0

বোয়ালখালী  প্রতিনিধি,সিটিনিউজ :: বোয়ালখালীতে কর্ণফুলী নদী সংযুক্ত খালে ভেসে উঠছে মরা মাছ। খালে ভেসে উঠা এসব মরা মাছ সংগ্রহ করছে স্থানীয়রা। গত এক মাস ধরে উপজেলার কর্ণফুলী সংযুক্ত ছন্দারিয়া, বোয়ালখালী ও রায়খালী খালে মরা মাছ ভেসে উঠার কথা জানিয়েছে স্থানীয়রা।

গোমদন্ডী ফুলতলের ব্যবসায়ী জাহাঙ্গীর জানান, মাসখানেক ধরে খালে মাছ মরে ভেসে উঠলেও গত ৯ জানুয়ারি ব্যাপক হারে মরা মাছ দেখা যায়। খালের পানি দূষিত হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটছে বলে জানান তিনি।

স্থানীয়রা জানান, উপজেলার আরকান সড়ক ও কর্ণফুলী তীরবর্তী একাধিক শিল্প কারখানা রয়েছে। এসব শিল্প কারখানার বর্জ্য খালে ও কর্ণফুলীতে ফেলার কারণে পানি লালচে রং ধারণ করেছে। ফলে মাছ মরে ভেসে উঠছে।

খালে মাছ মরার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা আতিকুর রহমান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.