কর্ণেল অলির গাড়ী বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: কুমিল্লার চান্দিনায় এলডিপি’র প্রতিষ্টাতা চেয়ারম্যান, প্রাক্তন মন্ত্রী কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রমের গাড়ী বহরে হামলার প্রতিবাদে চন্দনাইশ উপজেলা এলডিপি, গণতান্ত্রিক যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে উপজেলা এলডিপি কার্যালয়ে আজ বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেলে তাৎক্ষনিক এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব আকতার আলম বলেন, কর্ণেল অলিকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে আ.লীগের লেলিয়ে দেয়া যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরাই হত্যার উদ্দেশ্যে তার উপর এ হামলা চালিয়েছে।আগামীতে যদি কর্ণেল অলির উপর এরকম আর কোন হামলা চালানো হয় সারাদেশে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে।

কর্ণেল অলি আহমদ একজন বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা রক্ষার অতদ্র প্রহরী এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হয়। সরকার একনায়ক তন্ত্র কায়েম করার লক্ষে আগামীতে পুনরায় ক্ষমতায় আসার জন্য কর্ণেল অলিদের মতো বীর মুক্তিযোদ্ধাদের বাচাই করে পরিকল্পিতভাবে হত্যার নীল নকশা তৈরী করছেন। ভবিষ্যতে এ ধরনের ন্যাক্কারজনক কাজ থেকে সরকারকে বিরত থাকার আহবান জানান তিনি। এ ধরনের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আহবান জানান।

উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি’র সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, পৌরসভা এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন, সহ-সভাপতি নজরুল ইসলাম আবদুল, যুগ্ম-সম্পাদক মোসলেম খান, পৌরসভা এলডিপির সহ-সভাপতি আবদুল মাবুদ, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম খান, হাসিমপুর এলডিপির যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, উপজেলা ছাত্রদলের সভাপতি জসিম উদ্দীন, সাধারণ সম্পাদক মো. রুবেল চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি হাসান মাহামুদ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি মো. সাইফুল প্রমুখ।

হামলার পরপর চন্দনাইশ থানা পুলিশ আশে পাশে এলাকায় পুলিশি টহল জোরদার করেন। তবে সংবাদ সম্মেলন ব্যতিত কোন ধরণের বিক্ষোভ মিছিল, সমাবেশ বা অন্য কোন কর্মসূচি গ্রহন বা পালন করতে দেখা যায়নি।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.