কাঁহা হ্যাঁয় মেরা মনজিল

0

দিলীপ তালুকদারঃ নিউজের এ্যাসাইনম্যান্ট নিয়ে হালিশহর যেতে আগ্রাবাদ একসেস রোড অতিক্রম করছিলাম মোটর সাইকেলে। গাড়ী চালাচ্ছিলেন আমার অগ্রজ সাংবাদিক জুবায়ের সিদ্দিকী। ভাঙ্গা, কদমাক্ত, বড় বড় খাদের জলমগ্ন রাস্তায় বাইক যেন চলছিল না।

নিজের বাড়ী বেপারীপাড়া অতিক্রম করার সময় আনমনে আবেগ আব্লুতভাবে তিনি গান গাইলেন, “পেয়ার হোয়া, ইকরার হোয়া, রাস্তা মুসকিল, মালুম নেহি হ্যাঁয়, কাঁহা হ্যাঁয় মেরা মনজিল।” জোয়ারের পানির কারনে তার বাড়ীঘর জলমগ্ন হয় প্রতিদিন, এরপর তিনি বাড়ী ছাড়েন। উঠেন গিয়ে ভাড়া ঘরে। এখন নিজের বাড়ী ছেড়ে সেখানেই বসবাস। তাঁর মতো অনেকেই নিজ বাড়ীঘর ছেড়ে হয়েছেন ভাড়াটিয়া।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.