কালবৈশাখী ঝড়ে দোকানও বসতঘর লন্ডভন্ড,আহত ৩

0

মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে দোকান ও বসতঘর লন্ডভন্ড হয়ে আহত হয়েছে ৩ জন। উপজেলার ৬ নম্বর ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝিরটেক গ্রামের টেকেরহাট এলাকায় সোমবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার সময় এই ঘটনা ঘটে। ঝড়ে লন্ডভন্ড একটি দোকান ঘরের চাপায় পড়ে আহত হয় মৃত আব্দুল্ল্যাহ’র পুত্র শাখাওয়াত হোসেন (৩০), মৃত গোলাম রব্বানীর পুত্র সাইফুল ইসলাম (২৬) ও লক্ষণ জল দাশ (৫৫)। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। ঝড়ে ৫ টি গাছ ভেঙ্গে পড়ে জোরারগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার সময় হঠাৎ কালবৈশাখী ঝড়ে জাফর উদ্দিনের চা দোকান ও বসতঘর পুরোপুরিভাবে লন্ডভন্ড হয়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় দোকানে অবস্থান নেওয়া শাখাওয়াত, সাইফুল ও লক্ষণ কালবৈশাখী ঝড়ের মাত্রা বেড়ে যাওয়ায় বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হলে জাফর উদ্দিনের দোকানঘর তাদের উপর গিয়ে পড়লে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মন্তাননগর হাসপাতালে ভর্তি করায়।

ইছাখালী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সাহাব উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.