খালেদা জিয়ার বিকল্প দু্ই পুত্রবধূ !!

0

নিজস্ব প্রতিবেদকঃঃ  বেগম খালেদা জিয়ার দুই পুত্রবধূকে রাজনীতিতে নামানো হচ্ছে, এমনটি বলছেন দলের নীতি নির্ধারনী পর্যায়ের নেতারা। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিকল্প হিসেবে এদের নামানো হচ্ছে বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। দুর্নীতি মামলায় দন্ডিত হওয়ার কারনে নির্বাচন করতে হয়তো পারবেন না।বেগম খালেদা জিয়ার নামে বগুড়া-৬ ও ৭ এবং ফেনী-১ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে মনোনয়ন ফরম তোলা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বগুড়ার দুটি আসনে জিয়া পরিবারের সদস্যদের বাইরে কাউকে ভাবছেন না বিএনপি। সে ক্ষেত্রে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানকে নিয়ে ভাবছেন স্থানীয় নেতারা। খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথির কথাও ভাবছে বিএনপি।

তবে জিয়া পরিবারের কাউকে না পেলে বিএনপি থেকে প্রার্থী হতে পারেন জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া পৌরসভার বর্তমান মেয়র কে এম মাহবুবার রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন। তবে ফেনী-১ আসনে কে প্রার্থী হবেন, তা এখনও ভাবেনি বিএনপি।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের স্থায়ী কমিটির এক সদস্য জানান, বগুড়ার দুই আসনে বিকল্প হিসেবে আমাদের ভাবনায় ডা জোবায়দ ও শর্মিলা রহমান সিঁথির কথা ভাবা হয়েছে। ফেনীতে এখনও ভাবা হয়নি। তবে আমরা এখনও আশাবাদী, ম্যাডাম নির্বাচনে অংশ নিতে পারবেন শেষ পর্যন্ত।
আরও পড়ুন :

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.