গণভবনে ড. কামাল

0

সিটি নিউজ ডেস্কঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ বুধবার (২১ নভেম্বর) দুপুরে বঙ্গভবনের দরবার হলে এ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবীর মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন। বিশেষ মোনাজাতে মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি ও মুসলিম উম্মাহের কল্যাণ কামনা করা হয়।

মাহফিলে আরো উপস্থিত ছিলেন, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, তৃণমূল বিএনপির নেতা নাজমুল হুদা ছাড়াও সংসদ সদস্য ও রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা।

গত ১ নভেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঐক্যফ্রন্টের সংলাপ হয়। বিএনপির প্রতীক ধানের শীষ নিয়েই আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে ড. কামাল হোসেনের নেতৃত্বাধীণ জাতীয় ঐক্যফ্রন্ট।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.